বি৭১নি ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ী করতে ময়দানে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের তাৎক্ষনিক সভায় উপরোক্ত আহ্বান জানানো হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ হকের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফ্ফার ও সিনিয়র বিএনপি নেতা বদরুদ্দোজা বদর প্রমুখ।
সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হামলা-মামলা, গণগ্রেফতার বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন- সিলেট বিএনপিতে কোন বিভক্তি নেই। জিয়ার আদর্শের ধানের প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সচেতন নাগরিক মহলকে সাথে নিয়ে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলে সিলেট সহ সারাদেশে ধানের শীষের বিজয় ঠেকানোর সাধ্য কারো নেই। সবাইকে মনে রাখতে হবে ধানের শীষ কোন ব্যক্তির প্রতীক নয়। ধানের শীষ জিয়াউর রহমানের প্রতীক, ধানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতীক, ধানের শীষ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় দেশের গণতন্ত্রকামী জনতার বিজয়। বাকশালীদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এই বিজয় নিশ্চিত করতে হবে।