বি৭১নি ডেস্ক : সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১২ প্রার্থী। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাঁরা।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-২ আসনে বিএনপির আবরার ইলিয়াস অর্ণব (তার মা তাহসিনা রুশদীর লুনা প্রতিদ্বন্দ্বিতা করছেন), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজী আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে বিএনপির এম এ হক ও আব্দুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম।
সিলেট-৪ আসনে বিএনপির সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশীদ, সিলেট-৬ আসনে বিএনপির হেলাল খান, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।