• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

আগের রাতেই ভোট দেওয়া হয়ে যাবে, আশঙ্কা রিজভীর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮

বি৭১নি ডেস্ক : আসন্ন একাদশ নির্বাচনে ভোটের আগের রাতেই ভোট দেওয়া হয়ে যাবে বলে আশঙ্কা করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন,‘ভোটের আগের রাতে সরকারি কাজের কথা বলে লোকাল থানা থেকে ওসি কিংবা ওসি তদন্ত কিংবা কোনো দারোগা পুলিশের পিক-আপ বা রিকুইজিশন করা গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে ঢুকবে। তারা আসলে গাড়িতে করে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ৪/৫ জনকে সাথে নিয়ে ঢুকবে। বাইরে থেকে মনে হবে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা চেক করার জন্য ভোটকেন্দ্রে ঢুকছে। এরা আসলে দলেবলে দ্রুততম সময়ে ব্যালট পেপারে সিল মারার কাজ করে বের হয়ে যাবে। রাতের অন্ধকারে মনে হবে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা চেকিং এর কাজ শেষ করে চলে যাচ্ছে।’‘যারা সহজ সরল মন নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন বলে ভেবে রেখেছেন তাদের জানা দরকার যে,তাদেরকে বোকা বানিয়ে পুলিশ নিরাপত্তার আড়ালে ভোটকেন্দ্রে ঢুকে গণতেন্ত্রর সর্বনাশ ঘটাবে’ বলেও মন্তব্য করেন তিনি।