শারদীয় দুর্গা পূজায় সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এ উৎসব শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য নয়; বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় একটি মহামিলনোৎসব। এই শুভ দিনে আমি সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। যে দেশে, যে ভূখণ্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস-সেটাই তাদের আসল পরিচয়। তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি। এই উৎসবে আমাদের একটাই চাওয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গড়ব দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। বিজ্ঞপ্তি