সিলেট সরকারি তিব্বিয়া কলেজের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার দাবিতে সিলেট তিব্বিয়া কলেজ নামকরণ ও ¯œাতক ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট তিব্বিয়া কলেজ নামকরণ ও ¯œাতক ডিগ্রি বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, অ্যাডভোকেট দিলোয়ার হুসেন দিলু, অশোক কুমার দেব লিটন, অ্যাডভোকেট নাজমা আক্তার খান, অ্যাডভোকেট তাহরিমা রেজা চৌধুরী, শিক্ষানবীস আইনজীবী সিরাজুল ইসলাম, সোমাইয়া চৌধুরী সীমু, ফারজানা হাবিব, কামাল উদ্দিন, জাহির উদ্দিন, কাজী জুবায়ের, সৈয়দ নিয়াজ আহমদ, সুলতান শাহজাহান তুহিন, শাব্বির আহমদ, কাওছার আহমদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশর সর্বপ্রথম ১৯৪৫ সালে আসাম সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ইউনানি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিব্বিয়া কলেজ অবস্থিত। দেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম গঠিত সরকার এবং ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৫ (ক) এবং ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সবার জন্য স্বাস্থ্য মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করা কর্তব্য ছিল বিধায় ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি ইউনানি ও আর্য়ুবেদিক চিকিৎসা পদ্ধতিকে সমন্বিত করে সুষম চিকিৎসা সেবার অবকাঠামোর প্রথম উদ্যোগ গ্রহণ করেন এবং ৫ জুলাই ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ইউনানি ও আর্য়ুবেদিক বোর্ড গঠন করেন। বর্তমানে সিলেট সরকারি তিব্বিয়া কলেজের নাম পরিবর্তনে একটি মহল উঠে পড়ে লেগেছে। এলাকার জনগণের প্রত্যাশা, যেহেতু স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নামে বৃহত্তর সিলেট বিভাগে কোনো স্থাপনা নেই। তাই সরকারি তিব্বিয়া কলেজের নাম বঙ্গবন্ধু সরকারি ইউনানি মেডিকেল কলেজ নামকরণের জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি