সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দুইজন। এরমধ্যে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর কোনো বাড়ি বা জমি নেই। কোনো স্থাবর সম্পদও নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। আর দলের চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের চেয়ে তাঁর স্ত্রীর স্ত্রীর বার্ষিক আয় প্রায় ৭ গুণ বেশি।
গত ২৮ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সাথে হলফনামা জমা দেন এই দুই নেতা। তাদের হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে।
প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদের বার্ষিক আয় ৩০ লাখ ৬ হাজার ৪৮০ টাকা। তাঁর ৩ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৫১৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। তাঁর স্ত্রীর রয়েছে আরও ১ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৮৮৫ টাকার অস্থাবর সম্পদ। বাড়ি, জমি এমনকি তাঁর নিজের কোনো স্থাবর সম্পদ নেই। তবে তাঁর স্ত্রীর ৩৯ লাখ ৮১ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। তাঁর কোনো দেনা নেই।
অপরদিকে, আমদানি ও রপ্তানিকারক, বস্ত্র ও ক্যামিকেল প্রস্তুতকারক ব্যবসায়ী খন্দকার আবদুল মুক্তাদীরের বার্ষিক আয় ১ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা। তাঁর স্ত্রীর বার্ষিক আয় ৭ লাখ ২২ হাজার টাকা। মুক্তাদীরের ৮ কোটি ২৫ লাখ ৭ হাজার ৭৪৩ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। তাঁর স্ত্রীর রয়েছে আরও ৬ কোটি ২৯ লাখ ৫১ টাকার অস্থাবর সম্পদ। স্থাবর সম্পদ রয়েছে ৪৪ লাখ টাকার এবং স্ত্রীর স্থাবর সম্পদ ৬৯ লাখ ৪০ হাজার টাকার। তবে ব্যবসায়িক ও ব্যক্তিপর্যায়ে তাঁর ৯ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৯৯৫ টাকার দেনা রয়েছে।
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে মুক্তাদিরই সবচেয়ে সম্পদশালী।