বি৭১নি ডেস্ক : মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মহাজোটের প্রার্থী এম এম শাহীন সাপ্তাহিক পত্রিকা ‘ঠিকানা’ বিক্রি করে বছরে আয় করেন ২৫ লাখ টাকা।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এমন তথ্য দিয়েছেন সাবেক এই সাংসদ।
পত্রিকার বিক্রির আয় তার একমাত্র আয় তবে এর সাথে তিনি ১২.৮৩ বিঘা জমি থেকে যৌথ আয় পরিবারে খরচ হয় উল্লেখ করলেও টাকার পরিমাণ উল্লেখ করেননি। শাহীনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত।
একাদশ নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় তিনি পেশা হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রকাশক ও বিক্রয়ক।
এম এম শাহীনের কাছে নগদ টাকা আছে ৪ লাখ ৫ হাজার ৩৫৪ টাকা। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১৪ লাখ ৩১ হাজার ৫৪৪ টাকা মূল্যের। স্ত্রীর নামে আছে ৫০ তোলা স্বর্ণ যার মূল্য ২০ লাখ টাকা। তবে ২০০৮ এর হলফনামা অনুসারে ৫০ তোলা স্বর্ণ নিজের নামে ছিল।
একটি গাড়ী আছে তার উপর নির্ভরশীলের নামে তবে তিনি কে তা উল্লেখ করা নেই। গাড়ীর দাম ৮ লাখ টাকা।
স্থাবর সম্পদ হিসেবে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পদের পাশাপাশি যৌথ মালিকানায় ১ কোটি ১০ লাখ টাকা উল্লেখ করেছেন। তিনি জমি বিক্রির বায়না হিসবে ১ কোটি ৩০ লাখ টাকা গ্রহণ করেছেন।