• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ হাই কমিশন সিলেট কনস্যুলেট অফিস : সরিয়ে না নিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জেপিকেপি’র আবেদন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৬

1সিলেট থেকে ব্রিটিশ হাই কমিশন কনস্যুলেট অফিস সরিয়ে না নিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, প্রবাসী অধ্যূষিত সিলেট জেলার প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার কার্যক্রম পরিচালনা করতে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন কর্তৃক ভিসা প্রসেসিং সেন্টার সম্পূর্ণ অযোক্তিক অজুহাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের ব্রিটিস ভিসা প্রত্যাশী নাগরীকদের অপূরনীয় সময় ও অর্থের ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগ পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের ব্রিটিস ভিসা প্রত্যাশী নাগরীকদের সুবিধার্থে ভিসা প্রসেসিং সেন্টার বাংলাদেশে পুনঃস্থাপনের দাবি জানায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি।
আবেদনে উল্লেখ্য করা হয়, সিলেটে স্থাপিত ব্রিটিশ হাই কমিশন সিলেট কনস্যুলেট অফিস স্থায়ীভাবে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। যা সিলেটের ব্রিটিশ-বাংলাদেশি নাগরীকসহ সিলেটবাসীর জন্য দুঃখজনক। তাই সিলেট থেকে যাতে ব্রিটিশ হাই কমিশন কনস্যুলেট অফিস সরিয়ে না নেয়া হয় সেজন্য পররাষ্ট্রমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।2
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে পরারাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. নছির মিয়া, দেওয়ান আবিদুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হক তাহের, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল হক শিপু, প্রচার সম্পাদক এসএম সাব্বীর আমান তাহমীদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোশারফ রাশেদ, ধর্ম সম্পাদক মোহতাসিন বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বাহারুল হুদা চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা, কমান্ডার মুহি উদ্দিন আহমদ, তাসলিমা আফরিন আখি প্রমুখ।