বি৭১নি ডেস্ক : মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিকায় ফিরতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি সাংবাদিক ছিলাম, ভালো সাংবাদিকতার সঙ্গে ছিলাম। মন্ত্রিত্ব তো আর সারা জীবন থাকবে না। মন্ত্রিত্ব সব সময় থাকবে এই অহংকারও আমি করি না। অনেক বাঘা বাঘা মন্ত্রিরা এখন আর নেই। মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিক হয়ে যাব।’
কাদের বলেন, ‘নির্বাচন হবে কি না, এ নিয়ে কারো সন্দেহ নেই। কোনো মিডিয়ায় এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাল্লাহ নির্বাচন হবে। তারা (বিএনপি) সরে গেলেও হবে। নির্বাচন কারো জন্য আটকে থাকবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা (বিএনপি) নির্বাচন বানচালের নীলনকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনো নীলনকশা নেই। আমাদের নীলনকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করা ওবায়দুল কাদের ছাত্রজীবন থেকেই রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও লেখালেখি করতেন। দীর্ঘ সময় তিনি ‘বাংলার বাণী’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেন। তিনি এখন পর্যন্ত নয়টি বই লিখেছেন।