• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট নৌকার মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: শমসের মুবিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি
যুক্তফ্রন্ট থেকে বিকল্পধারার প্রার্থী মহাজোটের মনোনয়ন প্রত্যাশী শমসের মুবিন চৌধুরী বীরবিক্রম বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মহাজোট থেকে নৌকার সমর্থন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। এখনো সার্বিক বিষয়ে শীর্ষ পর্যায়ে আলাপচারিতা চলছে। সুযোগ পেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে নিজের সবটুকু সামর্থ বিলিয়ে দিব। দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছি, শেষ জীবনে দেশের জন্য ভালো কিছু করে যেতে চাই। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য। নির্বাচনে আমিই একমাত্র খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রার্থী।

রবিবার রাতে সিলেটভিউয়ের সাথে এ প্রবীণ নেতার একান্ত আলাপচারিতায় এসব কথা উঠে আসে।

বিকল্প ধারার রাজনীতিতে কেন আসা এমন প্রশ্নের জবাবে শমসের মুবিন চৌধুরী জানান, অসুস্থতার জন্য মাঝখানে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। তবে ভেবে রেখেছিলাম যদি সুস্থ হই আর মুক্তিযুদ্ধের মূল্যবোধের উপর ভিত্তি করে কোন রাজনৈতিক প্লাটফর্ম পাই তখন আবার রাজনীতিতে ফিরে আসব। বিকল্পধারা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আর দলের ডা.বদরোজ্জা চৌধুরী অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সমর্থন না পেলে কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যদি মনোনয়ন না পাই তখন আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

আর নৌকা প্রতীক পেলে আওয়ামীলীগের সাথে বুঝাপড়ায় কোন সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, মানুষ প্রতীক দেখে ভোট দেয়।