• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পালের মতবিনিময়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের দিনব্যাপী উপশহর, চালিবন্দর, কাষ্টঘরে কুশল বিনিময় ও খাদিম চা বাগানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) দিনব্যাপী কুশল বিনিময় শেষে বিকেল ৫ টায় সিলেট খাদিম চা বাগানে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের খাদিম বাগানের সাধারণ সম্পাদক রত্না বৈষ্ণব, আমেনা বেগম, সজল বসাক, সেঁজুতি বসাক, ছাত্রফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, সঞ্জিত শর্মা প্রমুখ।

মতবিনিময় সভায় প্রণব জ্যোতি পাল বলেন, দীর্ঘ সময় ধরে জোট-মহাজোটের পালা বদলে সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই সময় এসেছে শ্রমিক ও সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করার।

তিনি আরো বলেন, মানুষ বেঁচে থাকার সকল অধিকার থেকে বঞ্চিত। অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে আগামী নির্বাচনে মই মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।