বি৭১নি ডেস্ক : তথ্যগোপন, ঝণ খেলাপি সহ বিভিন্ন কারণে মৌলভীবাজারের ৪টি আসনের ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রবিবার সকাল থেকে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ তোফায়েল ইসলাম মনোয়ন যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।
তবে বাতিল প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। মৌলভীবাজারের ৪টি আসনে মোট ২৮জন মনোনয়ন দাখিল করেছিলেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী এবং মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষরে গড়মিলসহ স্বাক্ষর জালের কারণে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলমের মনোনয়ন বাতিল হয়েছে। এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মহিবুল কাদির চৌধুরী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে মোট ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে মামলার তথ্য গোপনের অভিযোগে বিএনএফএর আশা বিশ্বাস এবং তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুছব্বিরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।