বিজয় ৭১ডেস্ক
হবিগঞ্জ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ও হবিগঞ্জের আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) মনোননপত্র বাছাই শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
রেজা কিবরিয়ার বিরুদ্ধে রয়েছে ঋণখেলাপের অভিযোগ। এই অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয় বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ।
রিটার্নিং কর্মকর্তা বলেন, রেজা কিবরিয়া সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ পরিশোধ করেননি। তবে ঋণের পরিমাণ কত তা বলেননি।
রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ১৮ নভেম্বর দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন রেজা কিবরিয়া।
কেয়া চৌধুরী হলফনামায় সাক্ষর না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে কেয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
কেয়া চৌধুরীর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, তিনি হলফনামার তৃতীয় অংশ পূরণ করেননি। পাশাপাশি হলফনামায় অন্যের সাক্ষর রয়েছে। তিনি নিজে সই করেননি।
এছাড়াও সহ তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অন্য যে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন যুক্তরাজ্যপ্রবাসী স্বতন্ত্র প্রার্থী আবদুল হান্নান আর ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুল রেজা। আবদুল হান্নানের পক্ষে ভোটার সম্মতিপত্রে গরমিল ছিল। আর বদরুল রেজা হলফনামা সাক্ষর করেননি।
এদিকে হবিগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি হলফনামা স্বাক্ষর করেননি।