• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

‘মিথ্যা মামলা’য় ছাত্রলীগ নেতা শাহীন আলী ও আ.লীগ নেতা মতিনকে আসামি করার নিন্দা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৬

14459051_1132476663509926_197790326_nসিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন আলী ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও পুলিশি হয়রানির বন্ধের দাবি জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম ও সাধারণ সম্পাদক রইছ আলী।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর উপজেলার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় লালাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইউনুস আলী ও যুবনেতা আব্দুস শহীদ নিহত হন। এ ঘটনার পর বিক্ষোব্ধ জনতা হানিফ গাড়িতে অগ্নিসংযোগ ও অন্যান্য গাড়ি ভাঙচুর করে দায়ী গাড়ি ও চালককে আটক করে পুলিশে দেন। কিন্তু পুলিশ চালককে অজ্ঞাত কারণে পলাতক দেখিয়ে রাজনৈতিক নেতাদের হয়রানি করতে ‘মিথ্যা মামলা’ রেকর্ড করে, বাসাবাড়িতে তল্লাশি করে হয়রানি করছে। নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রলীগ নেতা শাহীন আলী ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনসহ সকল নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি দিয়ে হয়রানি বন্ধ করার দাবি জানান। অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন। বিজ্ঞপ্তি।