• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা ও মহানগর মহিলা আ.লীগের মতবিনিময় সভা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট ১ আসনের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগে সভাপতি আসামা কামরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রত্যান্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে। কেউ বলতে পারবে না উন্নয়ন হয়নি। যারা দুষ্ঠ লোক তাদেরকে এই উন্নয়ন দেখা নেয়া উচিত। এই সরকার আমলে নারীদের ব্যাপক উন্নতি সাধান হয়েছে। দেশের বিভিন্ন সেক্টরে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, আরেক টার্ম যদি শেখ হাসিনার সরকার আসে তাহলে দেশে গরীব লোক থাকবে না। এদেশের সকলের মুখে হাসি ফোটবে। এ জন্যই সব সময় বলে থাকি শেখ হাসিনার সরকার বারবার দরকার। সেজন্য আমরা সবাই মিলে ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, ঢাকা উত্তর সিটি প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের সহ সভাপতি  ডেইজি সারওয়ার, মহিলা আওয়ামী লীগ নেত্রী সিসিক কাউন্সিলর শাহানারা বেগম অ্যাডভোকেট সালমা সুলতানা, সালমা  বাছিত, হেলেন আহমেদসহ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেৃতবৃন্দরা।