বি৭১নি ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।
বুধবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্র্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এহিয়া চৌধুরী। মনোনয়ন জমা শেষে উপস্থিত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের সাথে আলাপকালে এমপি এহিয়া তার পাশে দাড়ানোর জন্য সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে ডাক দেন। শফিক চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সাথে মনোনয়নপত্র জমা দিতে সেখানে গিয়েছিলেন। এসময় ইয়াহইয়া চৌধুরী তাকে ডেকে আনতে এগিয়ে গেলেও ডাকে সাড়া না দিয়ে চলে যান শফিক চৌধুরী।
উল্লেখ্য, সিলেট-২ আসনে গত নির্বাচনে আওয়ামী লীগের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন শফিক চৌধুরী। নিজে নির্বাচন না করে দলের নির্দেশে মাঠে নেমে এহিয়া চৌধুরীকে বিজয়ী করেন তিনি। কিন্তু নির্বাচিত হওয়ার পরই সবকিছু ভুলে যান এহিয়া চৌধুরী। আওয়ামী লীগ নেতাদের সহায়তায় নির্বাচনে জিতলেও পরে তাদের সাথে কোন যোগাযোগ রাখেননি তিনি। একই সাথে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তার উপর ক্ষুব্ধ আওয়ামী পরিবারের সদস্যরা।
এবারের নির্বাচনেও আওয়ামী লীগ থেকে শফিক চৌধুরীর মনোনয়ন নিশ্চিত ছিল। কিন্তু শেষ সময়ে আসনটি মহাজোটের সরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় আবারো নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন শফিক চৌধুরী