বি৭১নি ডেস্ক :
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বালিখাল নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার দুপুরে ওই সড়কে বেপরোয়া কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (২০) কে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত সাব্বির নবীগঞ্জের সাতাইহাল গ্রামের বাসিন্দা।
উত্তেজিত জনতা ঘাতক কাভারভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।