• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চিরনিদ্রায় শায়িত জাপার কেন্দ্রীয় নেতা সৈয়দ আবুল কাশেম মন্টু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৬

kamran-picবিশেষ প্রতিবেদক : চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাপার ৩ বারের সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়ন সিলেট বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু। শুধু নিজ দল জাতীয় পার্টিই নয়; আওয়ামী লীগ, বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গতকাল বুধবার চোখের জলে তাঁকে চিরবিদায় জানান। বিদায়বেলা তাঁর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। সিলেটের রাজনৈতিক অঙ্গনে নিরহংকার ব্যক্তি হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন তিনি। নিজ দল জাতীয় পার্টির একজন অভিভাবক হিসেবে ছিলেন সকল নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য। গতানুগতিক রাজনীতির বাইরে থেকে সবাইকে কাছে টানার অদম্য ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাশেম মন্টুর জানাজার নামাজে মানুষের ঢল নেমেছিল। বুধবার (২১ সেপ্টেম্বর) জুহরের নামাজ শেষে বেলা ২টায় দক্ষিণ সুরমার কুচাই শাহি ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজের আগে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হকের পরিচালনায় সৈয়দ আবুল কাশেম মন্টুকে নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, কেন্দ্রীয় সদস্য আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, সহসভাপতি আব্দুল মালেক খান, আহসান হাবীব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, মহানগর জাপার সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, জাপা নেতাবাহার খন্দকার, আবুল হাসনাত, মজির উদ্দিন চাকলাদার, সুফি মাহমুদ, গিয়াস উদ্দিন তালুকদার, মাহমুদ আলী, মৌলভী আবুল কালাম দুলাল আহমদ, মাওলানা আব্দুল আজিজ মিরাজ, মামুনুর রশিদ, আলতাফুর রহমান আলতাফ, মরতুজা আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, শিক্ষা সম্পাদক কবির উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, গোলাপগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর সভার আহ্বায়ক সায়েম আহমদ চৌধুরী, জাপা নেতা বাশির আহমদ, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জমিয়তের কেন্দ্রীয় নেতা আব্দুল মালিক চৌধুরী, জমিয়ত নেতা মাস্টার আজিজুর রহমান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হিবজুর রহমান, শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সহসভাপতি ও জেলার সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল আহাদ, লায়েছ আহমদ, আব্দুল হান্নান, মিজানুর রহমান, ছাতক উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার, জাপা নেতা, সুফিয়ান খান, মাহমুদুর রহমান মাহমুদ, আরশ আলী বাবলু, মিরাজ মিয়া, আজিজুর রহমান, মহিম আলী, জয়নাল আবেদীন, মনোহর আলী, সাইদুর রহমান, ফিরুজ আলী, নোমান আহমদ, আব্দুল মুকিত মাস্টার, অনিসুজ্জামান পাপলু, আবুল কালাম, আবুল হোসেন চৌধুরী, মিজানুর রহমান মোঘল, বুলবুল আহমদ, মখবুল হোসেন, জাহাঙ্গির আলম, আশিক মিয়া, জিএম কামরুল, তাজুল ইসলাম, কিউএম ফরুক আহমদ ফারুক, শামীম আহমদ, এনাম আহমদ, আফজল আহমদ, জালাল আহমদ, শাহান উদ্দিন নাজু, যুবনেতা জাকির হোসেন, পারেছ আহমদ, সানাউর রহমান সানু, শহীদুল হক তাহের, সৈয়দ হোসেন, জুয়েল আহমদ, মতিউর রহমান, মাহমুদ আলী, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান, ছাত্র সমাজ নেতা, তাজ উদ্দিন এপলু, হেলাল আহমদ তালুকদার, বেলাল উদ্দিন, জেলার আহ্বায়ক ফয়েজুল ইসলাম ফয়েজ, মহানগরের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, ছাত্র সমাজ নেতা জামিল আহমদ, সালমান আহমদ চৌধুরী, রুহুল আমীন চৌধুরী, বিলাল আহমদ প্রমুখ।