বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগির জটিল সমীকরণের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি জাপা। এরই মধ্যে সকালের দিকে অসুস্থ হয়ে পড়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে তাঁকে।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়ের বরাত দিয়ে ইউএনবি জানায়, অসুস্থ বোধ করায় তাঁকে সিএমএইচে নেওয়া হয়। তিনি হাঁটুব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। প্রেস সচিব আরও জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদের সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি যাচ্ছেন না।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল এরশাদের জাপা। আসন্ন সংসদ নির্বাচনে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও দলটির একাধিক নীতিনির্ধারণী সূত্র থেকে জানা যায়, জাপাকে ৩১টি আসন দিতে চায় দলটি। তবে মহাজোট থেকে ৪৭টি আসন পাওয়ার দাবি তুলেছে জাপা। বিভিন্ন গণমাধ্যমে ৪৭ প্রার্থীর নামও প্রকাশ হয়েছে।
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার গত সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, আসন্ন নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জাপা। এরপর মহাজোটের সঙ্গে আসনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছিলেন এরশাদ। একপর্যায়ে সিএমএইচে ভর্তি করা হয় তাঁকে। তিনি সেখানেই ছিলেন ১২ জানুয়ারি পর্যন্ত। সেই নির্বাচনে এরশাদ নিজেসহ তাঁর দলের ৩৩ জন নেতা সাংসদ নির্বাচিত হন। তাঁর দল প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যায়।