• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুরের পথে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
সিঙ্গাপুরের পথে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল ছাড়লো তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল ১১টা ২০ মিনিটে ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালালে অবতরণ করে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢামেকে পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠানো হলো।