• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৮
  • বি৭১নি ডেস্ক :                                                                                                                                                                                                                             হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাতুরগাঁও বড়আব্দা গ্রামে আব্দুল হালিম (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত হালিম একই গ্রামের বাসিন্দা।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে পাঠিয়ে দেয়।

    এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে নিহত ব্যক্তি একজন মানসিক রোগী ছিলেন বলেও জানান তিনি।

    জানা যায়, মৃত আব্দুল হালিমের তিন ছেলে ও দুই মেয়ের জনক। তার দুই ছেলে দুবাই প্রবাসী আর অপরজন গ্রামীণফোনে চাকরি করেন। বিবাহিত দুই মেয়ে তাদের স্বামীর বাড়িতে থাকেন। তার স্ত্রী রয়েছেন।