জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাতীয় পার্টির ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টু আর নেই। তিনি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ আবুল কাশেম মন্টু দীর্ঘদিন থেকে কিডনিরোগে ভুগছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের ছোটভাই সৈয়দ আবুল কাশেম মন্টু জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে ৩ বার সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ২ বার সিনিয়র সহসভাপতি, ২ বার সাংগঠনিক সম্পাদক, ১ বার সদর উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি