• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি বড় দল কিন্তু জনপ্রিয় নয়: মুহাম্মদ তাহের

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫
বিএনপি বড় দল কিন্তু জনপ্রিয় নয়: মুহাম্মদ তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘জিয়াউর রহমান যখন ছিলেন তখন বিএনপি ছিল বড় দল, জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন তখনো বিএনপি জনপ্রিয় দল ছিল। বিএনপি এখনো বড় দল কিন্তু জনপ্রিয় নয়। এখন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় গুণবতী হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ভোট ডাকাতি করে, ভোটবিহীন নির্বাচন করে আবারও ফ্যাসিবাদের জন্য দরজা জানালা খোলা রাখা। এটি শহীদদের সঙ্গে বেঈমানি ও তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে আর পেছনে নেওয়া যাবে না।

প্রয়োজন হলে আবারও বিপ্লবের ডাক দেওয়া হবে। আবারও ৫ আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষকে আর স্বৈরাচার ফ্যাসিবাদের যুগে ফিরে যাওয়ার সুযোগ দেবব না। এ দেশের ৪ কোটি যুবক নতুন ভোটার রয়েছে।

যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের যুবকদের মধ্যে যে চেতনা রয়েছে, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ভালোকে গ্রহণ করার যে মানসিকতার সৃষ্টি হয়েছে, শুভ বুদ্ধির যে উদয় হয়েছে কোনো ষড়যন্ত্রই তা দমিয়ে দিতে পারবে না।’

জামায়াতের এই নেতা আরো বলেন, ‘আমরা ক্ষমতায় এলে হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সব দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে।’ পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষকে নিরাপদে ও শান্তিতে বসবাস করার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা সাবেক আমির সাহাব উদ্দন, চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, স্থানীয় জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, আইয়ুব আলী ফরায়েজীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।