• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

জাপার কেন্দ্রীয় নেতা মন্টু অসুস্থ, দোয়া কামনা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৬

montu-pic-208x300জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাতীয় পার্টির ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টু গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন থেকে কিডনিরোগে আক্রান্ত রয়েছেন। তিনি দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ নর্থইস্ট মেডিকেল হাসপাতালের পঞ্চম তলার ৫১০ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সিলেটবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, আওয়মী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের ছোটভাই সৈয়দ আবুল কাশেম মন্টু জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে ৩ বার সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ২ বার সিনিয়র সহসভাপতি, ২ বার সাংগঠনিক সম্পাদক, ১ বার সদর উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন। বিজ্ঞপ্তি