স্টাফ রিপোর্টার : আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আশরাফুল হক সুমন। নির্বাচন করার জন্য ইতোমধ্যে তিনি বিএনপির মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। সুমন বিএনপির রাজনীতির পাশাপাশি ব্যবসায়া করেন।
তিনি জানান, জাতীয়তাবাদি দল বিএনপির মনোনয়ন পাবেন বলে তিনি বিশ্বাস করেন। দলের জন্য দীর্ঘদিন থেকে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এলাকার মানুষ আমাকে প্রার্থী হতে উৎসাহী করেছেন। সবার ভালোবাসাকে পুঁজি করে আমি র্নির্বাচনে প্রার্থী হব। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হলে সুনামগঞ্জ-৩ আসনের মানুষের ভালোবাসাকে পুঁজি করেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবেন। বিজ্ঞপ্তি
বি৭১নি/জেএ/বিনিস্টাফ