জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর দেশকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন বিদেশে অবস্থানরত বাঙালিরাই। তিনি বলেন, বিশেষ করে সিলেটের অধিকাংশ পরিবার চলে প্রবাসীদের উপার্জিত অর্থে। প্রবাসীরা নিজে খেয়ে না খেয়ে নিজের স্বজনদের সুখী রাখতে অক্লান্ত পরিশ্রম করে যান। আমরা প্রবাসী বাঙালিদের কাছে ঋণী।
তিনি গতকাল শনিবার বিকেলে নগরীর সুরমা টাওয়াস্থ প্রবাসী কল্যাণ পরিষদের কার্যালয়ে সংগঠনের উদ্যোগে তিনজন যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এহসানুল হক তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও সদস্য সাব্বির আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মো, নছির মিয়া, সহসভাপতি মঈন উদ্দিন আহমদ, দেওয়ান আবিদুর রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নুরুল হক শিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুজিনা আক্তার শিপা, এসএ লুনা, কাউন্সিলর শামীমা স্বাধীন, রেহানা ফারুক শিরিন, কয়েছ আহমদ, মো. জাহাঙ্গির, আমীন তাহমীদ, মো. আশিক মিয়া, মো. আলী নূর, মো. ইউসুফ আলী, মো. আবুল কালাম আজাদ, সুবায়েল চৌধুরী, সুহায়েল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি