• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ নভেম্বর

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৮

বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ নভেম্বর যথারীতি মনোনয়নপত্র বিতরণ চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকেই মনোনয়নপত্র বিতরণ করা হবে।
১৭ নভেম্বর সকাল ১০টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার (১৩ নভেম্বর) পর্যন্ত দুই হাজার দুটি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বি৭১নি/জেএ/বিনিডে