• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জ থেকে ফেরার পথেও হামলার শিকার এনসিপি নেতারা

bijoy71news
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জ থেকে ফেরার পথেও হামলার শিকার এনসিপি নেতারা

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশে শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর অতর্কিত হামলার শিকার হয়েছে। জেলার চৌরঙ্গী মোড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা; তারা দুই পাশ থেকে এসে হামলা চালায়, ইট-পাটকেল ছুড়েছে।

ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছেন। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করছে।

এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে হামলাকারীরা। তাতে বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন এনসিপির নেতারা।