বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জন্য আগামী শনিবার (১১ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন জালালী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১১ নভেম্বর শনিবার থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, এদিন বেলা ১১টায় গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনয়নপত্র বিতরণের উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বি৭১নি/জেএ/বিনিডে