• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইরানে আটকা পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায়

bijoy71news
প্রকাশিত জুলাই ২, ২০২৫
ইরানে আটকা পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায়

ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন।

গত সপ্তাহের বুধবার (২৫ জুন) রওনা হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রোববার (২৯ জুন) করাচিতে পৌঁছায়। সেখান থেকে সোমবার (৩০ জুন) রাতে দুবাই হয়ে মঙ্গলবার (১ জুন) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

একটি কূটনৈতিক সূত্র জানায় যে সবাই সুস্থ অবস্থায় আছে। বাংলাদেশিদের মধ্যে তিনজন রোগী ছিল এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময়ে তেহরান আক্রান্ত হলে সেখান থেকে বাংলাদেশিদের সরে যেতে হয়। এদের মধ্যে যারা বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের সরকারি ব্যবস্থায় ফেরত আনার কথা জানানো হয়।