• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০২৫
ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মনিরুল মাওলার নামে দুদকে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। এরপর গ্রুপটির পক্ষ থেকে বিভিন্ন উপায়ে এই ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যখন এসব ঋণ দেওয়া হয়, তার বেশির ভাগ সময় এমডি ছিলেন মনিরুল মওলা। একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে এস আলমের সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। এ জন্য এস আলম ব্যাংক দখলের পর তাকে এমডি করা হয়।
জানা গেছে, এস আলম গ্রুপের সঙ্গে ভালো সখ্য ছিল মনিরুল মাওলার। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ।