• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘প্রস্তাবিত ৪০০ আসনের ৩০০টি এনসিপির ঘরে’

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০২৫
‘প্রস্তাবিত ৪০০ আসনের ৩০০টি এনসিপির ঘরে’

সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২২ জুন) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে এনসিপি। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির নেতারা।

পার্টির সদস্য সচিব আখতার হোসেন জানান, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন।

বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে। বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই তাদের দলও সেটাই চায়।”

কেন তাদের আবেদন দিতে দেরি হলো, এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।”