• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরের সেই ডিসিকে ওএসডি

bijoy71news
প্রকাশিত জুন ২২, ২০২৫
শরীয়তপুরের সেই ডিসিকে ওএসডি

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিনকে ওএসডি করেছে সরকার। শনিবার (২১ জুন) তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এরপর তাকে নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, আশরাফ উদ্দিন দীর্ঘ সময় ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৫ আগস্ট তিনি শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।