• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে ২২ লাখ টাকা প্রতারণা মামলায় গ্রেফতার ১, পলাতক ‘ইতালি ফার্ম’ শরীফসহ ১১

bijoy71news
প্রকাশিত জুন ২১, ২০২৫
গোলাপগঞ্জে ২২ লাখ টাকা প্রতারণা মামলায় গ্রেফতার ১, পলাতক ‘ইতালি ফার্ম’ শরীফসহ ১১

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

গোলাপগঞ্জে জমি ও চেক প্রতারণার ২২ লাখ টাকার এক মামলায় আব্দুল হান্নান (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) তাকে সিলেট নগরী থেকে আটক করা হয়।

মামলাটি করেন গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী লামার দক্ষিণভাগ এলাকার হাফিজ আল মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, জমি রেজিস্ট্রির আশ্বাসে একাধিক ধাপে আসামিরা তার কাছ থেকে ২২ লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি না রেখে ভয়ভীতি ও সময়ক্ষেপণ করে প্রতারণা করেন।

মামলায় ১৩ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন— সানাউর রব চৌধুরী তাবিন, জান্নাত ফারহানা, ফজলে রব চৌধুরী, জান্নাত ফাতেমা, শরীফ উদ্দিন ওরফে ‘ইতালি ফার্ম শরীফ’, লিটন আহমদ, জসিম উদ্দিন, আব্দুল হকসহ আরও কয়েকজন।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্ল্যা জানান, “গ্রেফতার হান্নানকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।”