• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনী প্রচারণায় থাকছে না কোনো পোস্টার: ইসি

bijoy71news
প্রকাশিত জুন ১৯, ২০২৫
নির্বাচনী প্রচারণায় থাকছে না কোনো পোস্টার: ইসি

আসন্ন নির্বাচনে নির্বাচনী প্রচারণায় কোনো পোস্টার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, “রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি।”

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।”

নির্বাচন কমিশনার (ইসি) বলেন, “আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি।”

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, “প্রচারণা চালাতে পারবেন ৩ সপ্তাহ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে আগে সেখান থেকে পদত্যাগ করতে হবে।”