• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘জামায়াতের পরামর্শে এপ্রিলে নির্বাচন’

bijoy71news
প্রকাশিত জুন ৯, ২০২৫
‘জামায়াতের পরামর্শে এপ্রিলে নির্বাচন’

জামায়াতে ইসলামীর পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সোমবার (৯ জুন) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এক সভায় তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দিন নাছির বলেন, এপ্রিল মাসে নির্বাচন হলে রমজান মাসের যে আবহ রয়েছে ক্ষুণ্ণ হবে। কারণ রমজানে নির্বাচনী প্রচার-প্রচারণা খুবই জটিল কাজ। তখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্বাচনী আমেজ এবং উৎসব থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, আমাদের দল বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। এই দাবিটি খুবই যৌক্তিক দাবি। কারণ, বাংলাদেশে নির্বাচন আয়োজনের যে সংস্কৃতি, সেখানে দেখেছি সবসময় জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে। কারণ এই সময় আবহাওয়া উপযোগী থাকে।

অথচ প্রধান উপদেষ্টা একটি মাত্র দল জামায়াতের পরামর্শে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এতে অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

নাসির বলেন, গত পনের বছর ধরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যার কারণে এই তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং এই প্রজন্মকে কোনোভাবেই নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত করা যাবে না। আপনারা এমন যোগ্য নেতা নির্বাচন করবেন, যিনি সংসদে গিয়ে আপনাদের সমস্যা সমাধানে জোরগলায় কথা বলবেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যকে ইঙ্গিত করে বলেন, আপনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে ৫ লাখ মানুষ মারা যাবে। ৫ আগস্টের পর এ দেশের সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারেক জিয়ার নির্দেশে বিএনপি ও ছাত্রদল কর্মীরা ধৈর্য ধরেছে এবং কোনো সহিংসতা দেখায়নি।

তবে কেউ বিশৃঙ্খলা করলে বিএনপি তা কঠোর হাতে দমন করবে বলে তিনি হুঁশিয়ারি করেন।

সুবর্ণচরের চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) সভায় সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যা বাবুলের সভাপতিত্বে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এছাড়া ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সন্ধ্যায় সুবর্ণচরের কাঞ্চন বাজারসহ একাধিক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখেন।