• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এ টি এম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ২৭ মে

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০২৫
এ টি এম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ২৭ মে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় আগামী ২৭ মে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৮ মে) আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।

শুনানিতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, এ মামলার বিচারে আইন ও প্রক্রিয়ার অপব্যবহার হয়েছে। শুনানিতে তিনি বক্তব্য উপস্থাপন করেন, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন।

এর আগে গত ২২ এপ্রিল আজহারুলের করা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। ৬ মে আপিলকারীর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন।