• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা

bijoy71news
প্রকাশিত মে ৫, ২০২৫
জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেলগেট দিয়ে বের হয়ে আবার গ্রেপ্তার হয়েছেন আওয়া মীলীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিম।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার গ্রেপ্তার দেখিয়ে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় ঠিকাদার জসিম গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি। তিনি আসন্ন চেম্বার অব কমার্সের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা বা অভিযোগ নেই।” এ সময় পুলিশের কাছে তাকে গ্রেপ্তারের কারণও জানতে চান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, জসিম গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৩ এপ্রিল রাতে পৌর শহরে এ্যাকোয়ারস্টেট পাড়ার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুর বাড়ি থেকে রঞ্জুসহ জসিম গ্রেপ্তার হন। বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবেও নাম আছে তার।