• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে মানববন্ধন: মুশারফ সায়েম ও মাহবুব মাসুমের শাস্তি দাবি

bijoy71news
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
বিশ্বনাথে মানববন্ধন: মুশারফ সায়েম ও মাহবুব মাসুমের শাস্তি দাবি

বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মুশারফ হুসাইন সায়েম এবং তার ভাই বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহবুব হুসাইন মাসুমের শাস্তির দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।

আয়োজক ও বক্তারা জানান, যুক্তরাজ্যে অবস্থানরত এই দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে নিয়মিতভাবে ড. ইউনুসকে উদ্দেশ করে ‘খুনি’ ও ‘সুদখোর ইউনুস’ আখ্যায় আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এছাড়া তারা বিএনপি ও তার নেতৃত্বের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে তীব্র সমালোচনা করে যাচ্ছেন, যা বিরোধী রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, মুশারফ ও মাসুম অতীতে সিলেটে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের হয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এখন তারা বিদেশে বসে ফেসবুক ও সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছেন।

জনসাধারণের পক্ষ থেকে দাবি ওঠে, এই দুই ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। যারা বিদেশে বসে ঘোলা জল ঘোলার চেষ্টা করছে, তাদের রক্ষা নেই।”

মানববন্ধন শেষে বিভিন্ন স্তরের ছাত্র ও জনতা ‘সন্ত্রাসীদের বিচার চাই’ স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।