• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মে সারাদেশে অভিযানে বিআরটিএ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫
অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মে সারাদেশে অভিযানে বিআরটিএ

অতিরিক্ত ভাড়া আদায়, গতিসীমা লঙ্ঘন, রুট ভায়োলেশনসহ নানা অনিয়মের বিরুদ্ধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৪ এপ্রিল) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিআরটিএ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এই অভিযানে মোট ৩৩৮টি মামলা দায়ের করা হয়। এতে জরিমানা আদায় হয়েছে মোট ৬ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। পাশাপাশি ৪টি মোটরযান ডাম্পিং (অপসারণ) করা হয়েছে।

অভিযানে ধরা পড়া বিভিন্ন অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য ছিল, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত মাল বহন (ওভারলোড), হাইড্রোলিক হর্ন ব্যবহার, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একাধিক যাত্রী বহনসহ নানা ধরণের আইন লঙ্ঘন।