• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন চাই: ফখরুল

bijoy71news
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫
স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন চাই: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, তিনি সেখানে রোডম্যাপ এর কথা বলেননি। হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর নির্যাতন, হত্যা, গুম, খুন চালিয়েছে এসব করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে আমরা আবার গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার সুযোগ পেয়েছি।
আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম সংস্কার গুলো করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন। আমি অত্যন্ত হতাশ হয়েছি, প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, এখানে তিনি রোডম্যাপ এর কথা বলেননি। আমরা হতাশ হয়েছি, তার বক্তব্যের মধ্যে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেননি। আমরা চাইনা আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে আবারও সেই ইতিহাস বিকৃত হোক।
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের যত দ্রুত ফিরে যাওয়া যাবে তত দ্রুত আমাদের জন্য ভালো হবে। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। আমরা যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপির জাতির স্বার্থে স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।