সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘সর্বজাতি সর্বদেশে, সর্বভাষায় সর্ববেশে, যে-যেখানে থাকুন-ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন।’ মুক্তি বলেন, ত্যাগের মহিমার শিক্ষা নিয়ে এসেছে ঈদুল আজহা। তাই ত্যাগের মহিমার শিক্ষা নিয়েই সুন্দর হোক সকলের আগামী। ঈদ মোবারক।