• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হা‌সি মুখে প্রিজন ভ্যানে ওঠছেন সাবেক মন্ত্রী শাজাহান খান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
হা‌সি মুখে প্রিজন ভ্যানে ওঠছেন সাবেক মন্ত্রী শাজাহান খান

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাজাহান খান ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ মামলার আসামি। এই মামলার শুনানিতে সাবেক এই মন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে যখন তাকে প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছিল তখন তিনি হাসতে হাসতে গাড়ির দিকে যান এবং কয়েকজনের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এমন ঘটনা ঘটে।

ট্রাইব্যুনাল থেকে বের করে শাজাহান খানকে দুই পুলিশ সদস্য নিয়ে যান প্রিজন ভ্যানের সামনে। প্রিজন ভ্যানে হেঁটে যাওয়ার সময় শাজাহান খান তার ডান পাশে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে উচ্চস্বরে হাসাহাসি করে কথা বলছিলেন। সেই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে উপস্থিত থাকা কয়েকজন প্রশ্ন করে ‘শাজাহান ভাই কেমন আছেন’? জবাবে শাজাহান খান তাদের সালাম দিয়ে হাসতে হাসতে গাড়িতে উঠে যান। এরপর শাজাহান খানসহ আরও কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে প্রিজন ভ্যানটি।

এর আগে সকালে জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।