• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ দায়ের

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ দায়ের

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ৫০ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য রাখা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামীর সমাবেশে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে।