• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাষ্ট্রপ‌তির কাছে তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
রাষ্ট্রপ‌তির কাছে তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকা তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, একেএম জহুরুল হক ও কাজী রেজাউল হকের বিরুদ্ধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে অভিযোগ পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

রাষ্ট্রপতি অনুমোদন দিলে এই তিন বিচারপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে কাউন্সিল। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিমকোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র আরও জানায়, ষোড়শ সংশোধনীর রায়ের পর এরই মধ্যে দুই দফায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া আরও ১২ বিচারপতির বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাছাই চলছে।প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে কোনো কিছু পেলেই তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। 

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনীর কারণে বিচারপতিদের দুর্নীতি নিষ্পত্তিতে এতদিন ধীর গতি ছিল।