• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-তামাবিল সড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
সিলেট-তামাবিল সড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার

সিলেট-তামাবিল মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টহল জোরদার করেছে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সিলেট রিজিয়ন।

সোমবার (২১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বরত তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনুস আলী জানান, চলতি অক্টোবর মাসের শুরুতে অন্যান্য মাসের তুলনায় মহাসড়কে অধিকতর অভিযান পরিচালনা ও মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, মনিটরিং চলাকালীন সময়ে প্রতিটি যানবাহনের কাগজাদি, ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আনুষঙ্গিক সব কিছু যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকলে সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় মামলা দেয়া হচ্ছে। সেই সাথে সন্দেহভাজন সকল যানবাহনে ভারতীয় পণ্য, মাদকদ্রব্য, চোরাই পণ্য ধরতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়াও স্পিডোমিটার ব্যবহার করে বেপরোয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার কথা জানান তিনি। তিনি জানান, প্রতিদিন গড়ে সিলেট-তামাবিল মহাসড়কে বিভিন্ন ধারায় ৭/১০টি মামলা দায়ের করা হচ্ছে। গত দুই মাসে সিলেট-তামাবিল মহাসড়কে উল্লেখযোগ্য কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

তিনি জানান, প্রতিদিন এই মহাসড়ক ব্যবহার করে কয়েক হাজার পর্যটকবাহী যানবাহন চলাচল করে। সেই দিক বিবেচনা করে পর্যটকবাহী বিভিন্ন গাড়িকে নিরাপত্তা প্রদানসহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোনো মামলার আসামি সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে কোনো সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে যাতায়াত করছে কি না সেদিকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জৈন্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে উৎপাদিত কৃষিপণ্য বহনকারী যানবাহনে কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে কি না সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কাজ করছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কর্মকর্তা ও সদস্যরা।

তিনি জানান, মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের এই জোরদার অভিযান অব্যাহত থাকবে।