• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (০৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৩টি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্কর্তারা হলেন- র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন ৩টিতে সই করেন।