• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে এবার মানহানির মামলা

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে এবার মানহানির মামলা

অন্তর্বর্তীকালিন সরকারের সমালোচনা করা সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) মামলাটি করেছেন আবু হানিফ নামে একজন। ইতোমধ্যেই বাদির জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।

বাদির আইনজীবী খাদিমুল ইসলাম জানান, ‘আবু হানিফের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালত দুপুরের পর আদেশের জন্য রেখেছেন।’

মামলার এজাহারে বলা হয়েছে, ফেসবুক পোস্টে উর্মির দেয়া বক্তব্যের মাধ্যমে ছাত্র আন্দোলনের একজন শহীদকে সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে। আবু সাঈদের মতো শহীদরাই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছেন। অথচ সরকারের দায়িত্বশীল পদে থেকে আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যে তিনি তাকে উপহাস ও অবমাননা করেছেন। যা আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদিকে ব্যথিত ও অপমানিত করেছে।

একইসাথে উর্মি প্রধান উপদেষ্টাকে নিয়ে যে পোস্ট দিয়েছেন সেটি উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যা এবং রংপুরে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সোমবার (৭ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সূত্র : বিবিসি