• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ডিবির কলংকিত অধ্যায় শেষ : ডিবি প্রধান

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
ডিবির কলংকিত অধ্যায় শেষ : ডিবি প্রধান

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

ডিবির অফিসের পূর্বের সকল কলংকিত অধ্যায় এখন থেকে শেষ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, আসামিদের আর হয়রানি করা হবে না। ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবি আর নায়ক-নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

ডিবিপ্রধান বলেন, কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানানো হবে। এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।