বালাগঞ্জ সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোরারবাজার এলাকা থেকে বাবুল মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া দেওয়ানবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় সিরাজপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বালাগঞ্জ থানার এসআই কামরুল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজার এবং স্থানীয় সিরাজপুর গ্রামে ককটেল বিস্ফোরনের ঘটনায় দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে বালাগঞ্জ থানায় (মামলা নং ১) মামলা দায়ের করেন।
বি৭১নি/জেএ/বিনিপ্র